images

টেলিভিশন

‘রঙ’-এ জুলাই আন্দোলন

শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ০২:৫৪ পিএম

images

জুলাই আগষ্টের আন্দোলন নিয়ে নাটক নির্মান করেছেন তরুন নির্মাতা তিতুমীর কলেজের ছাত্র সোহানুর রহমান সোহান। ৪০ মিনিট দৈর্ঘ্যরে এই নাটকে প্রেম, সম্পর্ক আর জুলাই আন্দোলনে একজন দরিদ্র চিত্রশিল্পীকে ঘিরে নির্মান করা হয়েছে। তাইতো নাটকটির নাম দেয়া হয়েছে ‘রঙ’। 

নাটকটির গল্প নিয়ে নির্মাতা সোহানুর রহমান সোহান জানান একজন দরিদ্র কিন্তু প্রতিভাবান চিত্রশিল্পী রাঙা মিয়া বস্তিতে বসবাস করেন। সে ভালো কিছু আঁকা আকি করতে চায় কিন্তু টাকার অভাবে তেলাপোকা মারার ওষুধের বিজ্ঞাপন, পাত্র পাত্র চাই বিজ্ঞাপন রাস্তাঘাটের ওয়ালে একে বেডায় তার সহকারি বল্টু কে নিয়ে। তার একমাত্র অবলম্বন আদরের মেয়ে তুলি আর ভালোবাসার মানুষ টুম্পা। সাল ২০২৪, দেশে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলন চলমান। সরকারি দলের স্বৈরাচারীতায় দেশের বিভিন্ন জায়গায় সরকারি দল এবং প্রশাসনের নির্যাতনে আহত এবং নিহত অনেক লোক। রাঙ্গা মিয়াও বিষয়গুলো নিয়ে খুবই চিন্তিত। তিনি তার একমাত্র হাতিয়ার রং তুলি দিয়ে রাস্তাঘাটে সরকারি দলের লোকেদের বিরুদ্ধে বিভিন্ন গ্রাফিতি আঁকা শুরু করে। রাঙ্গা মিয়া তার রং তুলির মাধ্যমে বিপ্লবের সহযোগী হয়ে ওঠে। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় প্রভাবশালী নেতা ও তার দলবল রাঙাকে নৃশংসভাবে হত্যা করে।এর এভাবেই এগিয়ে যায় নাটকের গল্পটি। 

এম এন জামানের প্রযোজনায় নাটকটিতে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা রাকিব হোসেন ইভন, অভিনেত্রী নাবিলা বিনতে ইসলাম, শরিফুল ইসলাম, মিহিরা রহমান, ফারুক হোসেন ও শাকিল সহ আরও অনেকে। 

খুব শিগগিরই দেশের পরিচিত কোন টিভি চ্যানেলে সম্প্রচার করা হবে বলে জানান নির্মাতা।

আরটিভি/এএ