images

টেলিভিশন

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেত্রী নিহার বেশকিছু ছবি, যা জানা গেল

বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ , ০৩:২৫ পিএম

images

ছোটপর্দার বর্তমান সময়ে দর্শকপ্রিয় মুখ অভিনেত্রী নাজনীন নাহার নিহা। অভিনয় ক্যারিয়ার বেশিদিনের নয়। তবে অল্প সময়ের ব্যবধানে একের পর এক নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে যা অভিনেত্রীর বলে দাবি করা হচ্ছে।

এতে করে অভিনেত্রীর ভক্ত অনুরাগীরাও বিভ্রান্ত হচ্ছেন। তবে রিউমর স্ক্যানারে অনুসন্ধানে জানা গেল, প্রচারিত ছবিগুলো অভিনেত্রী নিহার নয়। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইন্টারনেট থেকে ভারতীয় এক অভিনেত্রীর ছবি সংগ্রহ করে তাতে প্রযুক্তির সাহায্যে নাজনীন নাহার নিহার মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিগুলো প্রচার করা হয়েছে।

1-270

এই বিষয়ে অনুসন্ধানে ‘অঞ্জলি তাতরারি’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ২১ মে প্রকাশিত কিছু ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির সাদৃশ্য লক্ষ্য করা যায়।

ছবিতে উক্ত নারীর মূখমণ্ডলে পার্থক্য ছাড়া অন্য সব উপাদানে মিল খুঁজে পাওয়া যায়। ভারতে বসবাসকারী আন্জেলি টাট্রারি নামের এই নারী একজন অভিনেত্রী। অর্থাৎ, মূল ছবিগুলো আন্জেলি টাট্রারি নামের ভিন্ন এক নারীর। নিহার নয়।

1-271-1024x903

অনুসন্ধানের স্বার্থে রিউমর স্ক্যানার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং এআই প্রযুক্তি ব্যবহার করে আন্জেলি টাট্রারির ছবির ওপর নাজনীন নাহার নিহার মুখমণ্ডল প্রতিস্থাপনের চেষ্টা করেছে। এতে সম্পাদিত ছবির মতোই অনুরূপ ফলাফল পাওয়া গেছে। সুতরাং, অভিনেত্রী নাজনীন নাহার নিহা দাবিতে ইন্টারনেটে প্রচারিত ছবিগুলো সম্পাদিত।

483102443_965254505724632_9140928083643248983_n

প্রঙ্গত, ২০২৩ সালে ঈদুল ফিতরে প্রবীর রায় চৌধুরীর ‘লাভ সেমিস্টার’ দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে নাজনীন নাহার নিহার। এরপর একে একে অনেক নাটকে অভিনয় করেছেন। পেয়েছেন দর্শকপ্রিয়তা। এবারের কোরবানি ঈদে তার অভিনীত নাটক ‘আশিকি’ ইউটিউব ট্রেন্ডিংয়ে জায়গা করে নেয় শীর্ষে। 

আরটিভি/এএ