images

অন্যান্য / ফিচার

যে কারণে ইংরেজি নতুন বছর মাঝরাতে আসে

শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২ , ০৬:২৭ পিএম

images

৩১ ডিসেম্বর রাত ১২টা বাজার পরপরই নানান আয়োজনের মাধ্যমে শুরু হয় ইংরেজি বর্ষবরণ। বিশেষ করে এ সময় চারদিক কাঁপিয়ে বাজি ফুটতে থাকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আতশবাজির আলোয় আকাশ ঝলমল করে ওঠে।

বাজির শব্দ আর আলো সবাইকে জানিয়ে দেয়, নতুন ইংরেজি বছর এসে গেছে। নতুন বছরটা মাঝরাতে শুরু না হলে কি এত আনন্দ হতো? আকাশ কি আলোয় ঝলমল করে তোলা যেত? এখন তো বোঝার কথা ইংরেজি নতুন বছর কেন মাঝরাতে শুরু হয়!

কিন্তু রাত ১০টায় কি হতে পারত না? না, কারণ তাহলে ভারসাম্য নষ্ট হতো। সূর্যাস্ত আর সূর্যোদয়ের মাঝবরাবর সময়টাকে ধরে নেওয়া হয়েছে মাঝরাত। কারণ, এর পর থেকেই পূর্ব দিগন্তে সূর্যোদয়ের প্রক্রিয়া শুরু হয়। সে জন্যই ইংরেজি নতুন বছর আসে মাঝরাতে।

বাংলা নববর্ষ অবশ্য সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয়। কিন্তু সূর্যোদয়ের নির্দিষ্ট সময় থাকে না। ইংরেজি নতুন বছর শুরুর হিসাব ঠিক রাখার জন্য রাত ১২টা থেকে নতুন দিনের শুরু হলো বলে ধরা হয়।