রোববার, ০৭ মার্চ ২০২১ , ০৯:৪৫ পিএম
দেশে করোনাভাইরাসের মোট টিকা নিয়েছেন ৩৭ লাখ ৮৯ হাজার ৩৫২ জন। এরমধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া ৮৪৮ জনের। রোববার (০৭ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমের কাছে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানা যায়, রোববার টিকা নিয়েছেন ১ লাখ ৭ হাজার ২০০ জন। এরমধ্যে পুরুষ ৬৫ হাজার ৪৩০ জন ও নারী ৪১ হাজার ৭৭০ জন। দেশে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও জানায়, সারা দেশে মোট টিকা গ্রহীতাদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১১ লাখ ৮৯ হাজার ৪৯৮ জন, ময়মনসিংহ বিভাগে টিকা নিয়েছেন এক লাখ ৫৯ হাজার ১১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৮ লাখ চার হাজার ৫০৪ জন, রাজশাহী বিভাগে ৪ লাখ ১০ হাজার ৪৮০ জন, রংপুর বিভাগে তিন লাখ ৪৫ হাজার ৭১৯ জন, খুলনা বিভাগে চার লাখ ৮৭ হাজার ৩৩৩ জন, বরিশাল বিভাগে এক লাখ ৭৩ হাজার ১৬১ জন এবং সিলেট বিভাগে টিকা নিয়েছেন দুই লাখ ১৯ হাজার ৫৪১ জন।
প্রসঙ্গত, চলতি বছরের গত ২৭ জানুয়ারি দেশে ভ্যাকসিন দেওয়া কর্মসূচি শুরু করে। প্রথম দিন ভ্যাকসিন দেওয়া হয় ২৬ জনকে। আর ৭ ফেব্রুয়ারি সারাদেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়।
এফএ