images

অন্যান্য / স্বাস্থ্য

চিকুনগুনিয়া প্রতিরোধে মাঠে নামলেন চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা (ভিডিও)

শনিবার, ১৭ জুন ২০১৭ , ০৬:২২ পিএম

images

চিকুনগুনিয়া প্রতিরোধে সামাজিক সচেতনতা ক্যাম্পেইন শুরু করলেন চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীরা।

স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এ ক্যাম্পেইনের প্রতিপাদ্য হচ্ছে ‘বাড়ী ও বাড়ীর চারপাশ মশামুক্ত রাখুন চিকুনগুনিয়া প্রতিরোধ করুন।’

এ ক্যাম্পেইনের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে ৯২টি পয়েন্টে চিকিৎসক, নার্স, সিটি করপোরেশনের কর্মকর্তাদের বিশেষ মেডিক্যাল ইউনিট চিকুনগুনিয়া সম্পর্কে মানুষকে সচেতন করবে। 

শনিবার রাজধানীর নিপসম অডিটোরিয়ামে ‘চিকুনগুনিয়া প্রতিরোধে স্বাস্থ্য সেবাদানকারীদের সামাজিক উদ্যোগে’র উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সচিব সিরাজুল হক খান। 

অনুষ্ঠানে মেডিক্যাল টিমের হাতে চিকুনগুনিয়া প্রতিরোধে কিছু উপকরণ দেয়া হয়। 

চিকুনগুনিয়া প্রতিরোধে এডিস মশার হাত থেকে রক্ষা পেতে বাসা-বাড়ি, দোকান ও শিক্ষা প্রতিষ্ঠানসহ নিজ নিজ আঙ্গিনা পরিস্কার রাখার অনুরোধ জানান চিকিৎসকরা। 

 

এসজে