images

স্বাস্থ্য

বিশ্ব করোনা : শনাক্ত ও মৃত্যু কমেছে

সোমবার, ২৯ মে ২০২৩ , ০৮:৫৩ এএম

images

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২৬৫ জন।

সোমবার (২৯ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫ হাজার ৮০১ জন আক্রান্ত হয়েছে মালয়েশিয়ায়। একইসময়ে মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে মালয়েশিয়ায় ও হংকং। দেশ দুটিতে ১৭ জন করে মারা গেছেন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫৮০ জন এবং মারা গেছেন একজন। ইন্দোনেশিয়া আক্রান্ত হয়েছেন ২৮৩ জন এবং মারা গেছেন ৬ জন। ইরানে আক্রান্ত হয়েছেন ৮২ জন এবং মারা গেছেন দুইজন। 

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৯৪ লাখ ২৬ হাজার ৪৯৯ জন। এর মধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৮৩ হাজার ৭২৩ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ১৮ লাখ ৫৬ হাজার ৩১৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। বাংলাদেশে প্রথম শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ।