images

অন্যান্য / স্বাস্থ্য / রাজনীতি

মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার অবনতি

শুক্রবার, ০৫ জুন ২০২০ , ১১:৫৩ এএম

images

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

আজ শুক্রবার (৫ জুন) ভোর সাড়ে ৫টায় তার ব্রেন স্ট্রোক হয়। এখন তার জরুরি অস্ত্রোপচার চলছে। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

মোহাম্মদ নাসিমের ছেলে সাবেক সাংসদ তানভীর শাকিল জয় গণমাধ্যমে জানান, শুক্রবার তার বাবাকে কেবিনে নেয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ ব্রেইন স্ট্রোক করায় অবস্থা খারাপ হয়ে গেছে। এ অবস্থায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়ার পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি।

গত ১ জুন সাবেক মোহাম্মদ নাসিমের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তার আগে শারীরিক ‘দুর্বলতা’ নিয়ে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। এরপর থেকে ওই হাসপাতালে তিনি চিকিৎসাধীন।

এমকে