images

আন্তর্জাতিক / আফ্রিকা

সোমালিয়ায় দু’দিনে মারা গেছেন শতাধিক

রোববার, ০৫ মার্চ ২০১৭ , ১০:৫৭ এএম

ক্ষুধা আর ডায়রিয়ায় সোমালিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৪৮ ঘন্টায় মারা গেছেন অন্তত ১১০ জন। সোমালিয়ার প্রধানমন্ত্রী হাসান আলী খাইরির দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, কৃষক ও তাদের পোষা প্রাণীদের জন্য এটা একটা কঠিন পরিস্থিতি। পরিস্থিতি মোকাবেলায় সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।

তীব্র খরায় ডায়রিয়া, কলেরা এবং হামের মতো রোগ-জীবাণু ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করেছে। পানিবাহিত রোগের ঝুঁকিতে রয়েছেন ৫৫ লাখ মানুষ।

এমন পরিস্থিতিতে সোমালিয়ার অর্ধেক মানুষ দুর্ভিক্ষের শিকার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। তীব্র খরার কারণে এর আগে গেলো ২৮ ফেব্রুয়ারি জাতীয় দুর্যোগ ঘোষণা করা হয় সোমালিয়ায়।

এফএস/এসএস