images

জাতীয় / আন্তর্জাতিক / ভারত

ভারতের গ্রামাঞ্চলে ৭৫ ভাগ মানুষের পুষ্টিকর খাবার জোটে না 

সোমবার, ১৯ অক্টোবর ২০২০ , ০৯:৫৫ এএম

images

ফুড পলিসি জার্নালের গবেষণায় দেখা গেছে, ভারতের গ্রামাঞ্চলে প্রতি ৪ জনের ৩ জনই পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত। বিশ্ব ক্ষুধা সূচকের সাম্প্রতিক তালিকাতেও ভারতের অবস্থান বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এমনকি শত্রুদেশ পাকিস্তানেরও পেছনে। খবর আনন্দবাজারের।

যদিও ছয় বছরের শাসনামলে নরেন্দ্র মোদি বিভিন্ন সময়ে দাবি করছেন, তার সময়ে খাদ্য নিরাপত্তা অনেকগুণ বেড়েছে। কিন্তু সমীক্ষা বলছে, গেলো ৬ মাস ধরে খাদ্য নিরাপত্তায় ভারতের অবস্থান ক্রমশ পিছিয়েছে। 

ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্স ইন্সটিটিউট বৈশ্বিক ক্ষুধা সূচক নিয়ে গবেষণা করে থাকে। গবেষণায় শ্রমিকদের গড় দৈনিক ও মাসিক আয়ের মানদণ্ড ব্যবহার করা হয়েছে। আর পুষ্টিকর খাবার হিসেবে গণ্য করা হয়েছে দুগ্ধজাত দ্রব্য, ফল, টাটকা শাকসবজিকে। 


আরও পড়ুন: 
চীনকে বার্তা দিতে আরব সাগরে ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষা
ভারতে প্রতিদিন ৮৭টি ধর্ষণ!
জনসংখ্যায় চীনকে পেছনে ফেলবে ভারত

এমএস/পি