রোববার, ১২ মার্চ ২০১৭ , ০৫:৫৩ পিএম
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শেখ, বাদশাদের বিলাসিতার গল্পের শেষ নেই। রাজ প্রাসাদ, দামি গাড়ী বেলি ড্যান্স কিংবা পোষ্য প্রাণী সব কিছুতেই যেনো বাদশাহি মেজাজের বিলাসিতা ছাপ।
ইউএই’র প্রভাবশালী গণমাধ্যম গালফ নিউজ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভাইরাল হওয়া আমিরাতের এক শিল্পপতির পোষ্য সিংহের সঙ্গে ছবি নিয়ে প্রতিবেদন করে।
এতে দেখা যায় শিল্পপতি সুহেইল আল জারুনি নিজের হাঁটুর সামনে পোষ্য সিংহের বাচ্চাকে দুধ পান করাচ্ছেন।
সুহেইল এর আগেও কয়েকবার গণমাধ্যমের শিরোনামে এসেছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে আছে এ শিল্পপতির নাম। ২০০২ এবং ২০০৩ সালে প্রায় ৭ হাজার ক্ষুদ্র প্রতিরূপ (মিনিয়েচার) গাড়ি সংগ্রহ তরে তিনি এ রেকর্ড গড়েন।
তার ফেসবুক ও টুইটার পেজে ভারত, পাকিস্তানসহ মধ্য প্রাচ্যের বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের সঙ্গে ছবি রয়েছে।
ওয়াই/এসএস