images

আন্তর্জাতিক / ইউরোপ

শুধু লুট না, খুনও করেতে চেয়েছিল আমাকে (ভিডিও)

সোমবার, ২০ মার্চ ২০১৭ , ০৬:০৭ পিএম

কিম কার্দাশিয়ান। গেলো বছর তার সঙ্গে ঘটেছিল তার জীবনের সবচাইতে ভয়াবহ ঘটনা। ৩৬  বছরের এ জনপ্রিয় রিয়েলিটি শো তারকা তার ‘কিপিং আপ উইথ দ্যা কার্দাশিয়ান’ রোববারের এপিসোডে দীর্ঘ  সময় পর এ বিষয়ে মুখ খুললেন।  জানালেন তার সঙ্গে ঘটে যাওয়া সবচাইতে ভয়াবহ ঘটনার কথা।

৩ অক্টোবর ২০১৬ সালে  পুলিশের পোশাক পরা কয়েকজন মুখোশধারী কিম কার্দাশিয়ানের হোটেল রুমে ঢুকে তাকে বন্দুকের মুখে জিম্মি করে। সেই ঘটনায় কার্দাশিয়ানের বড় কোনো ক্ষতি হয়নি। তবে সেই দিন যে তার জন্য কতোটা ভয়াভহ ছিলো তা বললেন ‘কিপিং আপ উইথ দ্যা কার্দাশিয়া’ অনুষ্ঠানে।  

তিনি বললেন, সেই রাতটি ছিল আমার জন্য ভয়ঙ্কর একটি রাত। ডাকাতদের একজন আমার পা ধরে টানছে, আমি না করছিলাম। আমার নিচে কোনো কাপড় ছিলো না। লোকটি আমাকে টেনে তার দিকে নিয়ে যাচ্ছিল । ঠিক তখন আমি মনে করেছিলাম ‘তারা আমাকে ধর্ষণ করতে যাচ্ছে।

কার্দাশিয়া আরো বললেন, আমি পুরোপুরি প্রস্তুত ছিলাম। কিন্তু পরে তারা কিছু করেনি। আমার পা একসঙ্গে করে  টেপ দিয়ে দিয়ে বেঁধে বন্দুক তাক করেছিল আমার মাথায়। আমার মনে হয়েছিল তারা আমার মাথায় গুলি করবে।

প্যারিস ফ্যাশন সপ্তাহে অংশ নিতে  গিয়ে গেলো বছর এ ঘটনার মুখোমুখি হয়েছিলেন কার্দাশিয়ান। 

এপি/জেএইচ