বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২১ , ০৭:৪১ পিএম
দক্ষিণ কোরিয়ায় ইরানের ৭০০ কোটি ডলারের বেশি অর্থ আটকা পড়ে রয়েছে। এদিকে মার্কিন নিষেধাজ্ঞার কারণে সিউল পাওনা পরিশোধ করতে পারছে না। কারণ আমেরিকা যে নিষেধাজ্ঞা দিয়েছে তাতে বলা হয়েছে- ইরানের সঙ্গে কেউ ডলারের মাধ্যমে লেনদেন করতে পারবে না।
এবার ইরানের যে অর্থ দেশটিতে আটকা পড়েছে তা ছাড়ের ব্যাপারে আমেরিকার সঙ্গে আলোচনা চূড়ান্ত করছে দক্ষিণ কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ গতকাল (বুধবার) এ খবর দিয়েছে।
দক্ষিণ কোরিয়ার ওই কর্মকর্তা বলেন ইরানের, আটকে পড়া অর্থ ছাড় করার প্রশ্নে উল্লেখযোগ্য মাত্রায় অগ্রগতি হয়েছে এবং আমি মনে করি এটি আমাদের আন্তরিকতার ব্যাপারে ইরানের সন্দেহ সংশয় দূর করবে।
আরও পড়ুন :
দক্ষিণ কোরিয়া থেকে এই অর্থ হাতে পেলে ইরান জাতিসংঘ সদস্য পদের বার্ষিক ফি দেবে।
ইরান সম্প্রতি দক্ষিণ কোরিয়াকে জানিয়েছে যে, সিউলের কাছে তেহরানের যে পাওনা রয়েছে তার একটি অংশবিশেষ অন্তত ছাড় করার ব্যবস্থা করতে হবে যাতে তারা জাতিসংঘের সদস্য পদের ফি পরিশোধ করতে পারে।
দক্ষিণ কোরিয়ার ওই কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, সিউল সরকার আমেরিকার সঙ্গে এমন আলোচনাও করছে যে, আটকে পড়া অর্থ ব্যবহার করে ইরানের সঙ্গে এমন কোনো বাণিজ্য করা যায় কিনা যা মানবিক বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত।
এম