বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭ , ০৪:৫৭ পিএম
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হবার পর ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটন ছিলেন বেশ আড়ালে।
মঙ্গলবার ক্যালিফোর্নিয়ায় প্রফেশনাল বিজনেস ওমেন সংগঠনের বার্ষিক সম্মেলনে মুখ খুললেন তিনি। করলেন ট্রাম্প প্রশাসনের সমালোচনা।
রিপাবলিকানরা অ্যাফোডেবল কেয়ার অ্যাক্ট (ওবামাকেয়ার ) বাতিল করেছে। তার স্থানে তারা নতুন বিল আনার চেষ্টা করছে। তাদের এ উদ্যোগকে বিপর্যয় বললেন হিলারি।
বিশ্লেষকরা মনে করেন হিলারি এমন মন্তব্য করে মূলত ফের রাজনীতিতে সক্রিয় হবার চেষ্টা করছেন।
হিলারি বলেন, ট্রাম্প প্রশাসন এরইমধ্যে বেশ প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছে। এটা থেকে বোঝা যায় ট্রাম্পের নীতির বিরোধিতা শুরু হয়েছে এবং এটা কেবলই শুরু।
সম্মেলনে বক্তব্য রাখার সময় হিলারি বেশির ভাগই নারীদের সম অধিকারের ওপর গুরুত্ব আরোপ করেন।
প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপাবলিকান দলের সমালোচনা করে তিনি বলেন, আমি যা চেয়েছিলাম, যার জন্য আমি কাজ করেছি নির্বাচনের ফল তেমনটা অবশ্যই হয় নি। নারী ও পুরুষদের কর্মক্ষেত্রে অভিন্ন সুবিধা এনে দেয় এমন বিষয়ে আমি কথা বলা বন্ধ করবো না কখনোই।
এপি/জেএইচ