রোববার, ০২ এপ্রিল ২০১৭ , ০৮:১৫ পিএম
চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ শানসিতে আবাসিক ভবনে বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় এ বিস্ফোরণ ঘটে।
ধারণা করা হচ্ছে, বেআইনিভাবে সেখানে বিস্ফোরক মজুদ করা হয়েছিল।
পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।
রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, বিস্ফোরণে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। রোববার দুপুরেও উদ্ধার অভিযান চলছিল।
চীনে আবাসিক এলাকায় বিস্ফোরণের ঘটনা খুব কম ঘটে।
এর আগে গেলো বছর অক্টোবর মাসে বিস্ফোরণে ১৪ জন নিহত হয়েছিলেন।
এপি/এসজে