শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি ২০২১ , ০৮:৫৮ পিএম
ইয়েমেনে সৌদি ভাড়াটে সমর্থিতদের ঘাঁটিতে হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে কয়েকজন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) পার্সটুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশে ঘটেছে এই ঘটনা। এ ঘটনায় নাম প্রকাশে অনিচ্ছুক একটি সামরিক সূত্র জানিয়েছে, ইয়েমেনে সেনাদের ক্ষেপণাস্ত্র সৌদি সমর্থিতদের ঘাঁটিতে আঘাত হেনেছে। এসময় সেখানে সৌদি সমর্থিত বাহিনীর অনেক সেনা কমান্ডার ও অফিসার উপস্থিত ছিলেন। এ হামলায় সৌদি সন্ত্রাসীদের অনেকে হতাহত হয়েছে।
আরও পড়ুন :
এর আগে গতকাল শনিবার দিনের শুরুতে সৌদির সমর্থিতরা একটি হামলা চালালে হুথি আনসারুল্লাহ যোদ্ধারা তা প্রতিহত করে।
এসআর/পি