images

জাতীয় / আন্তর্জাতিক

মারতে গিয়ে উল্টো থাপ্পড় খেলেন নারী (ভিডিও)

বুধবার, ১৯ এপ্রিল ২০১৭ , ০৬:১৮ পিএম

images

বাউন্সারকে মারতে গিয়ে উল্টো বাউন্সারের হাতেই থাপ্পড় খেলেন এক নারী। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে টুইটারে।

তবে প্রশ্ন উঠেছে দোষ কার। এরই মধ্যে দু’পক্ষ হয়ে গিয়েছে ভিডিওটিকে ঘিরে। 

ইংল্যান্ডের লিভারপুলের ম্যাথিউ স্ট্রিটের এ ঘটনায় দেখা যায়,

ছাই রংয়ের শর্ট গাউন ও কালো হাই হিল পরা ওই নারী কালো জ্যাকেট পরা বাউন্সারকে মারতে যায়।

কিন্তু বাউন্সার সরে যায়।

পরে উল্টো ওই নারীকেই থাপ্পাড় মারলে দূরে ছিটকে যান তিনি।

অনেকেই বলছেন, নারীটি মাতাল ছিলেন। তাই বাউন্সারকে আঘাত করতে চেয়েছেন। একারণে বাউন্সার নারীকে থাপ্পড় মেরে উচিৎ শিক্ষা দিয়েছেন। 

অন্যদিকে নারীর ওপর হাত উঠিয়ে কাপুরুষত্বের প্রমাণ দিয়েছেন ওই বাউন্সার এমনটাও দাবি করেছেন তিনি।


ওয়াই/এসজে