images

জাতীয় / আন্তর্জাতিক / এশিয়া / মধ্যপ্রাচ্য / উত্তর আমেরিকা / যুক্তরাষ্ট্র

যে কথা হলো সৌদির যুবরাজের সঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১ , ০১:৫৮ পিএম

images

সৌদি আরবের কার্যত নেতা ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে গতকাল বুধবার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। উভয় নেতার মধ্যে আলাপের পর এক বিবৃতি দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। খবর রয়টার্সের।

পেন্টাগনের মুখপাত্র জন কারবি জানান, লয়েড অস্টিন ও যুবরাজ মোহাম্মদ আঞ্চলিক নিরাপত্তা, ইয়েমেন যুদ্ধ অবসানের তৎপরতা, সৌদির প্রতিরক্ষার উন্নয়নে চলমান দ্বিপক্ষীয় প্রচেষ্টাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।

তিনি আরও বলেন, আলোচনায় সৌদির ভূখণ্ড ও জনগণের সুরক্ষায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের ওপর জোরারোপ করা হয়েছে।

ইয়েমেনে সৌদি সমর্থিত সরকার উৎখাত করে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। এরপর ২০১৫ সালে ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। হুথিরাও ইয়েমেন থেকে সৌদি আরবে পাল্টা হামলা চালাচ্ছে।

আরও পড়ুন...নেতানিয়াহুকে হটিয়ে ই'সরায়েলে শেষ মুহূর্তে সরকার গঠন

উভয় নেতার মধ্যে আলোচনা হুথিদের হামলা ঠেকাতে সৌদির সাম্প্রতিক সাফল্যের কথা উঠে আসে। এসময় ইয়েমেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সঙ্গে রিয়াদ কাজ করায় যুবরাজ মোহাম্মদকে ধন্যবাদ জানান অস্টিন।