বুধবার, ২৬ এপ্রিল ২০১৭ , ১০:৪০ এএম
নারীদের জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে জার্মানি গেলেন মার্কিন প্রেসিডেন্ট কন্যা ইভাঙ্কা। প্রেসিডেন্টে হিসেবে ট্রাম্প দায়িত্ব নেয়ার পর এটাই ইভাঙ্কার প্রথম আন্তর্জাতিক সফর।
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের পাশাপাশি নারী উদ্যোক্তাদের বিষয়ে একটি প্যানেল আলোচনায় অংশ নেয়ার কথা রয়েছে ইভাঙ্কার। গেলো মাসে মার্কেলের ওয়াশিংটন সফরের সময় তিনি ইভাঙ্কাকে এ অনুষ্ঠানে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন।
জার্মান পত্রিকা বার্লিনার জেইটাং বলেছে, জার্মানির কর্মকর্তারা আশা করছেন, সংক্ষিপ্ত সফরের ফলাফল হিসেবে প্রেসিডেন্টের মেয়ে তার বাবার কাছে জার্মানির একটি ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরবেন।
সংবাদমাধ্যগুলো জানিয়েছে, আন্তর্জাতিক মুদ্রা সংস্থার (আইএমএফ) প্রধান ক্রিস্টিন ল্যাগার্দেরও বার্লিনে অনুষ্ঠিত ওই আলোচনায় অংশ নেয়ার কথা।
গেলো মার্চে ইভাঙ্কাকে মার্কিন প্রেসিডেন্টের একজন অবৈতনিক সহকারি হিসেবে ঘোষণা দেয়া হয়েছিল। তবে হোয়াইট হাউজে তার ভূমিকাটা আসলে কী, এটা এখনো স্পষ্ট নয়।
এপি/এসএস