images

আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্র

এফবিআই প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প (ভিডিও)

বুধবার, ১০ মে ২০১৭ , ১০:০৬ এএম

images

আমেরিকান গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক জেমস কোমিকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় হিলারি ক্লিনটনের ইমেইল-সংক্রান্ত তদন্তে গাফিলতির অভিযোগে বরখাস্ত হন তিনি। 

মঙ্গলবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে এটি নিশ্চিত করা হয়। 
ট্রাম্পের লেখা চিঠিতে বলা হয়, ঠিকমতো দায়িত্ব পালন করতে না পারায় জেমস কোমিকে অব্যাহতি দেয়া হলো। 

গেলো সপ্তাহে হিলারির ই-মেইল কেলেঙ্কারি নিয়ে কংগ্রেসের মুখোমুখি হন কোমি। সেখানে তার তথ্যে গড়মিল থাকার অভিযোগ তোলে হোয়াইট হাউস। 

তবে, ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবিরের সঙ্গে রুশ সম্পৃক্ততা নিয়ে এফবিআইয়ের তদন্তের কারণেই তাকে সরে যেতে হলো বলে জানিয়েছে, ডেমোক্রেটিক পার্টি। 

এরই মধ্যে এফবিআই কার্যালয় ছেড়েছেন কোমি। ২০১৩ সালে দশ বছরের জন্য এফবিআইয়ের দায়িত্ব নিলেও চার বছরের মাথায় বরখাস্ত হলেন তিনি।

 

 

ওয়াই/এসএস