images

আন্তর্জাতিক / ভারত

মোদির ইসরাইল সফরের আগে মাহমুদ আব্বাসের ভারত সফর

মঙ্গলবার, ১৬ মে ২০১৭ , ১০:০৬ পিএম

চারদিনের সরকারি সফরে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ভারত সফরে রয়েছেন। ১৪ মে রোববার তিনি দিল্লি পৌঁছান। ১৭ মে বুধবার মাহমুদ আব্বাসের দিল্লি ছাড়ার কথা রয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ভারতে প্রেসিডেন্ট আব্বাসের এটি তৃতীয় রাষ্ট্রীয় সফর।

মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে গার্ড অব অনার দেয়া হয়। এরপর হাইদরাবাদ হাউজে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে প্রেসিডেন্ট আব্বাসের বৈঠক হয়। বৈঠকে পাঁচটি বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়।

এরপর মাহমুদ আব্বাস ভারতের ভাইস প্রেসিডেন্ট হামিদ আনসারির সঙ্গে সৌজন্য স্বাক্ষাত করেন।রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে তার বৈঠক হবার কথা রয়েছে।

এদিন প্রেসিডেন্ট আব্বাস ভারতের প্রতিষ্ঠান মহাত্মা গান্ধীর সমাধিতেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।  

প্রেসিডেন্ট আব্বাস জুলাইয়ে নরেন্দ্র মোদির ইসরাইল সফরের আগে ভারত সফরে গেলেন। তার সঙ্গে একটি প্রতিনিধি দলও রয়েছে।

মোদির ইসরাইল সফর হবে কোন ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর। আন্তর্জাতিক বিশ্লেষকরা মোদির এই সফরে ঐতিহাসিক বলছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন,  এই সফর দ্বি-পাক্ষিক সম্পর্ক, মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় পর্যালোচনা করার সুযোগ করে দেবে।

ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তির সঙ্গে সাক্ষাতের পাশাপাশি আব্বাস প্যালেস্টাইন-ইন্ডিয়া টেকনো পার্কের মধ্যে সহযোগিতা গড়ে তুলতে নইদায় স্থাপিত সেন্টার ফর ডেভলপমেন্ট অব অ্যাডভান্স কম্পিউটিং (সি-ডিএসি) পরিদর্শন করবেন।

ভারত ও ফিলিস্তিনের মধ্যে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিন ধরে বজায় রয়েছে।

 এমকে