images

জাতীয় / আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে শপিংমলে এলোপাতাড়ি গুলিতে নিহত ২

মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১ , ১০:২১ এএম

images

যুক্তরাষ্ট্রের একটি শপিংমলে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ২ জন নিহত হয়েছেন। 

সোমবার (২৫ অক্টোবর) ইদাহোর রাজ্যের বোয়িস টাউন স্কয়ারে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গেলে বন্দুকধারীর সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয়। এখন পর্যন্ত ২ জন মারা গেছেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে হেফাজতে নেয়া হয়েছে। 

বোয়িস পুলিশ প্রধান রায়ান লি জানান, আপাতত ঘটনাস্থলের আশপাশের এলাকায় কোনো ধরনের হুমকি নেই। হামলাকারীর বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

আরএ/