মঙ্গলবার, ২৩ মে ২০১৭ , ১২:০৪ পিএম
মধ্যপ্রাচ্য সফরে আজ (মঙ্গলবার) ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বন্ধ থাকা ফিলিস্তিন-ইসরায়েল শান্তি প্রক্রিয়া আবারো শুরুর উদ্যোগ নিতে পশ্চিম তীরে ফিলিস্তিনি নেতার সঙ্গে বসছেন তিনি।
এর আগে সোমবার ইসরায়েল সফরে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিন-ইসরায়েলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ট্রাম্প। এছাড়া ওই অঞ্চলে শান্তি নষ্টের জন্য ইরানকে দায়ী করেন তিনি।
এদিকে ট্রাম্প দ্বিপক্ষীয় বৈঠক করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও। সেখানে উঠে আসে মধ্যপ্রাচ্যে জঙ্গি ও সন্ত্রাসবাদ, ইসরায়েল-ফিলিস্তিন প্রসঙ্গ। পরে যৌথ সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক বন্ধুত্বের চেয়েও বেশী বলে মন্তব্য করেন ট্রাম্প।
একইসঙ্গে নেতানিয়াহুকে আশ্বস্ত করেন ইরানকে কখনোই পরমাণু শক্তিধর দেশ হতে দেয়া হবে না।
প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ইহুদিদের পবিত্র ওয়েস্টার্ন ওয়াল পরিদর্শন করেন ট্রাম্প।
আরকে/জেএইচ