রোববার, ২৮ মে ২০১৭ , ০৬:০৫ পিএম
চুরি করতে গিয়ে স্যান্ডুইচ রান্না করে খেলেন চোর। বিষয়টি হাস্যকর মনে হলেও সম্প্রতি এমন ঘটনা ঘটেছে আমেরিকার মিসিসিপি অঙ্গরাজ্যের জ্যাকসনে ইঅ্যান্ডএল বারবিকিউ রেস্তোরাঁয়। আর পুরো চুরির ঘটনা ভিডিও হয়ে যায় গোপন ক্যামেরায়।
ভিডিওতে দেখা যায়, ওই রেস্তোরাঁয় বহু কষ্ট করে ছাদ কেটে ঢোকেন চোর। ভেতরে ঢুকে হামাগুড়ি দিয়ে এগোতে থাকেন তিনি। দেখলে মনে হতে পারে ‘মিশন ইম্পসিবল’ছবির কোনো দৃশ্য।
রেস্তোরাঁয় পয়সা খুঁজতে খুঁজতে একটু যেন খিদেই পেয়ে যায় তার। কতগুলো রুটি নিয়ে বসে যান স্যান্ডুইচ বানাতে। মাংস গ্রিল করে, সঙ্গে কিছু আলু ভাজাও তৈরি করেন তিনি। এভাবেই তৈরি করে ফেলেন রাতের খাবার।
ভিডিওতে আরো দেখা যায়, তৈরি করা খাবারগুলো ব্যাগভর্তি করে নেন চোরটি। তবে বেচারা ছাদের ছোট গর্ত দিয়ে ফেরত যাবার সময় আটকে যায় তার খাবারভর্তি ব্যাগ। অগত্যা সব ফেলেই চলে যান তিনি।
আর পুরো ঘটনা ধরা পড়ে রেস্তোরাঁর গোপন ক্যামেরায়। চোরের এমন কাণ্ড থেকে কিছুটা মজাই পেয়েছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ ভিডিও পোস্ট করা হয়। পাঠকেরা চোরটিকে ‘বিশ্বের নিকৃষ্টতম চোর’ বলে উপাধি দিয়েছে।
কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় রেস্তোরাঁর ছাদ ফুটো করায় হাজার ডলারের ক্ষতি হয়েছে তাদের।
এপি/সি