images

জাতীয় / আন্তর্জাতিক / এশিয়া

কাবুল হামলা, আফগান প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

বৃহস্পতিবার, ০১ জুন ২০১৭ , ১১:৩০ এএম

images

কাবুলের কূটনৈতিক পাড়ায় ভয়াবহ বোমা হামলার পর আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণির সঙ্গে কথা বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি এ হামলাকে বর্বরোচিত বলে নিন্দা জানিয়েছেন।

পিটিআইয়ের খবরে জানা যায়, হোয়াইট হাউস এক বিবৃতিতে বলছে, হামলার পর দু’নেতার মধ্যে টেলিফোনে আলাপ হয়েছে।

ওই আলাপচারিতায় ট্রাম্প পবিত্র রমজান মাসে এ ধরনের হামলার নিন্দা জানিয়েছেন। 

ট্রাম্প আরো বলেন, সন্ত্রাসীরা সাধারণ মানুষের শত্রু।

হোয়াইট হাউস আরো  জানায়, ট্রাম্প বিস্ফোরণে হতাহতদের পরিবার ও বন্ধুদের সমবেদনা জানিয়েছেন।

আফগান নিরাপত্তা বাহিনীরও প্রশংসা করেছেন তিনি।

মার্কিন দূতাবাস হামলার জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে আফগান নিরাপত্তাবাহিনীর সঙ্গে কাজ করছে বলে দাবি করেছে। 

এপি