images

জাতীয় / আন্তর্জাতিক / এশিয়া

কাবুলে হামলায় নিহত সংখ্যা দেড়শ’রও বেশি

মঙ্গলবার, ০৬ জুন ২০১৭ , ০৪:২১ পিএম

images

আফগানিস্তানের রাজধানী কাবুলের কূটনৈতিক পাড়ায় গেলো সপ্তাহের ভয়াবহ ট্রাকবোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৫০ জনেরও অধিকে পৌঁছেছে। মঙ্গলবার দেশটির রাজধানীতে এক আন্তর্জাতিক শান্তি সম্মেলনে প্রেসিডেন্ট আশরাফ ঘানি একথা বলেন।
 
প্রেসিডেন্ট বলেন, ‘এ হামলায় ১৫০ জনেরও বেশি আফগান সন্তান নিহত হয়েছে এবং তিন শতাধিক আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।’

এর আগে কর্মকর্তারা জানিয়েছিলেন, এ ঘটনায় ৯০ জন প্রাণ হারিয়েছে।

কাবুল পুলিশের মুখপাত্র বশির মুজাহিদ জানান, জার্মান দূতাবাসের প্রবেশে মুখের কাছে বিস্ফোরণটি ঘটানো হয়। তবে ওই এলাকায় আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দূতাবাস ও দপ্তরও ছিলো। 

এপি