সোমবার, ২৬ জুন ২০১৭ , ০১:১৬ পিএম
কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে পর্যটকবাহী লঞ্চডুবে মারা গেছেন অন্তত ৯ জন।
রোববারের এ লঞ্চডুবিতে নিখোঁজ রয়েছেন কমপক্ষে ২৮ জন। উদ্ধার করা হয়েছে ১৩৩ জনকে। এদের মধ্যে ২০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।
পুলিশের বরাতে বার্তা সংস্থা বিবিসি জানায়, ৪তলা লঞ্চটি মেডেলিনের ৪৫ কিলোমিটার পূর্বে জনপ্রিয় পর্যটনশহর গুয়াতাপের কাছে ডুবে যায়।
এতে প্রায় ১৭০ জনের মতো যাত্রী ছিল। বন্দরের খুব কাছে থাকা নৌকাটি পাঁচ মিনিটের মধ্যেই ডুবে যায়।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী জাহাজ উপরের ডেকে থাকা যাত্রীদের দ্রুত উদ্ধার করে। পরে যোগ দেয় সেনাবাহিনীর হেলিকপ্টার ও ডুবুরি।
তবে নৌকাডুবির কারণ জানা যায়নি।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল স্যান্তোস।
ওয়াই/সি