images

জাতীয় / প্রবাস / অন্যান্য / আন্তর্জাতিক / এশিয়া

মালয়েশিয়ায় অবৈধ ৫১৫ বাংলাদেশি আটক (ভিডিও)

রোববার, ০২ জুলাই ২০১৭ , ০৯:০৪ এএম

images

ছয় মাসেও বিনামূল্যে বৈধতার সুযোগ ই-কার্ড গ্রহণ না করায় ৫১৫ বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ।

রোববার দেশটির গণমাধ্যম দ্য স্টারের অনলাইন সংস্করণ জানায়, সাঁড়াশি অভিযানের মাধ্যমে ৩ শিশু ও ১০১ নারীসহ মোট ১ হাজার ৩৫ জন বিদেশি নাগরিক আটক করা হয়।

শুক্রবার রাতে শুরু হওয়া ওই অবৈধ নাগরিকদের ধরতে অভিযানটি ছিল প্রথম ধাপ। আরো কয়েক দফা অভিযান চালানো হবে বলে জানিয়েছে দেশটির সরকার।

৩০ জুন বৈধ হওয়ার জন্য ইনফোর্সমেন্ট কার্ড বা ইকার্ড প্রকল্পের মেয়াদ শেষ হবার পর মধ্যরাতে অভিযান শুরু করে দেশটির ইমিগ্রেশন পুলিশ।

অভিযানের পর ইমিগ্রেশনের ডিজি দাতুক শেরি মোস্তাফার আলি জানান, দেশজুড়ে ১৫৫টি স্থানে অভিযান চালানো হয়েছে। আটককৃতদের মধ্যে বাংলাদেশের ৫১৫, ইন্দোনেশিয়ার ১৩৫, মিয়ানমারের ১০২, ফিলিপাইনের ৫০ ও ভিয়েতনামের ২ জন নাগরিক রয়েছেন।

এর আগে শুক্রবার সাংবাদিকদের উদ্দেশে দেয়া বক্তব্যে মোস্তাফার আলি জানান, যারা ভাবছেন ই-কার্ড এর মেয়াদ বাড়ানো হবে তাদের জন্য বলছি, কোনো উপায়েই এর মেয়াদ বাড়ানো হবে না। আমরা দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। অবৈধ অভিবাসী শ্রমিকদের দেশছাড়া করতে প্রতিদিনই চলবে আমাদের অভিযান।

 

 

ওয়াই/সি

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, প্রচুর বাংলাদেশি আটক (ভিডিও)

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, প্রচুর বাংলাদেশী আটক (ভিডিও)