images

আন্তর্জাতিক / মধ্যপ্রাচ্য

যুদ্ধে ক্লোরিন গ্যাস ব্যবহার করছে সিরীয় সেনারা!

রোববার, ০২ জুলাই ২০১৭ , ১০:৫৪ এএম

যুদ্ধে সিরিয়ার সেনাবাহিনী ক্লোরিন গ্যাস ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে একটি বিদ্রোহী গ্রুপ। তবে এই দাবি উড়িয়ে দিয়েছে সেনাবাহিনী।

দেশটির পূর্বাঞ্চলের দামাসকাসের ঘুতা অঞ্চলে এই ঘটনা ঘটে। বিদ্রোহীদের দখলে থাকা এলাকাটি মুক্ত করতে লড়াই চালিয়ে যাচ্ছে সিরিয়ার সরকারি বাহিনী।

সিরিয়ার বিদ্রোহী ফাইলাক আল-রাহমান গ্রুপ দাবি করে, সেই যুদ্ধে ক্লোরিন গ্যাসে শ্বাসকষ্টে পড়েন তাদের ৩০ সেনা।

এর আগে গেলো ২৭ জুন আমেরিকার পক্ষ থেকে দাবি করা হয়েছিল, প্রেসিডেন্ট বাশার আরেকটি রাসায়নিক হামলার প্রস্তুতি নিচ্ছেন।

এই হামলা চালালে ফলাফল ভালো হবে না বলেও হুশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর পরিণামে ব্যাপক গণহত্যার মতো পরিস্থিতি সৃষ্টি হবে বলে মনে করছে ট্রাম্প প্রশাসন এবং এ ধরনের হামলা হলে সিরিয়াকে চড়া মাশুল গুনতে হবে বলে হুঁশিয়ারি দেয় হোয়াইট হাউস।

তবে আসাদ সরকারের পক্ষ থেকে আমেরিকার এমন দাবি নাকচ করা হয়। তারা জানায়, এটা শতভাগ মিথ্যা গল্প।

গেলো এপ্রিলের প্রথম সপ্তাহে ইদলিব শহরের খান শেইখুনে বাশার আলা আসাদের বিরুদ্ধে একই ধরনের হামলার অভিযোগ এনে সিরিয়ায় ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ট্রাম্প প্রশাসন।

ওয়াই/সি