মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭ , ০৫:১৩ পিএম
মধ্যপ্রাচ্য ভিত্তিক সন্ত্রাসীগোষ্ঠী আইএস এর প্রধান আবু বকর বাগদাদি নিহত হয়েছেন বলে খবর প্রকাশ করেছে ইরাকের আস সুমারিয়া টিভি।
মঙ্গলবার ইরাকের নেইনাভা প্রদেশের একটি সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করে টেলিভিশনটি।
ইরানের প্রেস টিভিও একই খবর প্রকাশ করেছে।
সংক্ষিপ্ত খবরে আবু বকর আল-বাগদাদি নিহত হওয়ার খবরটি প্রকাশের পাশাপাশি আইএস এর কথিত নতুন ‘খলিফা’র নামও এতে ঘোষণা করা হয়েছে।
২০১৪ সালে শেষবার সংবাদ মাধ্যমের সামনে এসেছিলেন বাগদাদি। সে সময়ে তিনি মধ্যপ্রাচ্যে কথিত খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন। তারপরও অনেকবার সংবাদ মাধ্যমে তার মৃত্যু সংবাদ প্রকাশিত হয়েছে। অবশ্য সে সব খবরের সত্যতা প্রমাণিত হয়নি।
কিন্তু গেলো ১৬ জুন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় যে দেশটির অ্যারোস্পেস বা বিমানমহাকাশ বাহিনীর হামলায় নিহত হয়েছেন বাগদাদি। মে মাসের শেষ দিকে রাকার উপকণ্ঠে এক হামলায় তিনি নিহত হন। এরপর জুন মাসের ২৯ তারিখ রাশিয়া সরকারিভাবে জানায় যে, বাগদাদি নিহত হওয়ার বিষয়ে শতভাগ নিশ্চিত হওয়া গেছে।
এমকে