images

জাতীয় / আন্তর্জাতিক / মধ্যপ্রাচ্য

গোপনে মক্কায় ইসরায়েলি সাংবাদিক, নিন্দার ঝড়

বুধবার, ২০ জুলাই ২০২২ , ০৭:৩৭ পিএম

images

পবিত্র মক্কা নগরীতে অমুসলিম প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও গোপনে সেখানে প্রবেশ করে সংবাদ পরিবেশন করেছেন এক ইসরায়েলি সাংবাদিক। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় বইছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, গত সোমবার (১৮ জুলাই) ইসরায়েলি টেলিভিশন চ্যানেল-১৩ একটি প্রতিবেদন প্রচার করে। সেখানে চ্যানেলটির বিশ্ব সংবাদ বিভাগের সম্পাদক গিল তামারি পবিত্র নগরী মক্কা, গ্র্যান্ড মসজিদ এবং জাবালে রহমত পাহাড়ে উঠে এর আশপাশের উল্লেখযোগ্য দর্শনীয় স্থান ও স্থাপনা প্রদর্শন করেন।

পবিত্র মক্কা ও মদিনার কিছু অংশে অমুসলিমদের প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। অথচ নিষেধাজ্ঞা উপক্ষো করেই তামারি সেখানে যান। এমনকি আরাফাত পর্বতে একটি সেলফিও তুলেছেন তিনি।

এদিকে ইসরায়েলি ওই সাংবাদিক গোপনে প্রবেশ করায় অনলাইনে হ্যাশট্যাগ ‘ইহুদি ইন দ্য হারাম’ ব্যবহার করে অনেক মুসলিম সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা করেছেন।  শুধু তাই নয়, বেশ কিছু ইসরায়েলিও তামারির সমালোচনা করে তাকে ‘জঘন্য’ বলে বর্ণনা করেছেন। সূত্র: রয়টার্স, মিডল ইস্ট আই