images

জাতীয় / আন্তর্জাতিক / মধ্যপ্রাচ্য

সৌদি জোটের সঙ্গে শর্তসাপেক্ষে আলোচনায় বসতে প্রস্তুত কাতার

শনিবার, ২২ জুলাই ২০১৭ , ১২:০২ পিএম

images

সৌদি জোটের সঙ্গে চলমান সংকট সমাধানে শর্তসাপেক্ষে আলোচনায় বসতে প্রস্তুত কাতার। 

শুক্রবার জাতির উদ্দেশ্যে টেলিভিশন ভাষণে এমন ঘোষণা দিয়েছেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। 

এসময় হুঁশিয়ারি দিয়ে তামিম বিন হামাদ আল থানি বলেন, শক্তিশালী চার আরব প্রতিবেশীর সঙ্গে আলোচনায় বসলেও সার্বভৌমত্বের বিষয়ে বিন্দুমাত্র ছাড় না দেবে না তার দেশ।

গেলো ৫ জুন কাতারের সঙ্গে সৌদি জোটের সংকট শুরুর পর এবারই প্রথম জনসম্মুখে সরাসরি বক্তব্য দিলেন কাতারি আমির। 

এমন সংকটে কুয়েতের মধ্যস্থতার চেষ্টা এবং সংকট নিরসনে যুক্তরাষ্ট্র, তুরস্ক এবং জার্মানির এগিয়ে আসার ঘটনাকে সম্মান জানিয়েছেন তিনি।

বক্তব্যে কাতারের বিরুদ্ধে বিশ্বব্যাপী অপপ্রচার ছড়ানোর সমালোচনাও করেন তিনি। একইসঙ্গে দাবি করেন, অবরোধ সত্বেও স্বাভাবিকভাবেই চলছে কাতারের জীবনযাত্রা।

৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিকসহ সব ধরনের সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি স্থল, জল ও আকাশপথে কঠোর অবরোধ আরোপ করে উপসাগরীয় ৪ দেশ। কাতারবিরোধী পদক্ষেপ তুলে নিতে অবরোধের দু’সপ্তাহ পর দোহারের কাছে ১৩ দফা শর্ত দেয় দেশগুলো।

শর্ত পূরণে ১০ দিনের সময়সীমা দেয়া হয়। সে সময়সীমা শেষ হবার পর ২ জুলাই রোববার সেই সময়সীমা দু’দিন বাড়ানোর কথা জানায় সৌদি সূত্র। সেই সময়সীমাও শেষ হবার পর নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দেয়া হয়।

আরকে/এসএস