বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ , ০৯:৫১ এএম
তুরস্ক-সিরিয়ায় গত সপ্তাহের বিধ্বংসী ভূমিকম্পের প্রায় ২০৭ ঘণ্টা পর ৪৫ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এর আগে তুরস্কের হাতায় প্রদেশ থেকে ভূমিকম্পের ২০৫ ঘণ্টা পরও এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা ও আনাদোলু এজেন্সির।
স্মরণকালের এ ভয়াবহ ভূমিকম্পে এ পর্যন্ত ৮ হাজারের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।উদ্ধার অভিযানে এগিয়ে আসায় সকল দেশকে ধন্যবাদ জানান তিনি।
গত সোমবারের (৬ ফেব্রুয়ারি) ভূমিকম্প এবং একটি বড় ধরনের আফটারশকে তুরস্কের দক্ষিণাঞ্চল ও সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ৪১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। তবে সরকারি হিসাবে এ সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।