images

জাতীয় / আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সতর্কতা জারি

সোমবার, ০১ জানুয়ারি ২০২৪ , ০২:৫৩ পিএম

images

৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। জারি করা হয়েছে সুনামি সতর্কতা।

সোমবার (১ জানুয়ারি) দেশটির উত্তর-মধ্যাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে।

আল জাজিরা প্রতিবদেনের তথ্যমতে, ভূমিকম্পে এখনও কোনো প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে, দেশটির ইশিকাওয়া, নিগাতা এবং তোয়ামা জেলার উপকূলবর্তী এলাকাগুলোতে সুনামি সতর্কবার্তা জারি করা হয়েছে। 

সুনামির জলোচ্ছ্বাসের সময় এসব এলাকায় সমুদ্রের ঢেউ ৫ মিটারের বেশি উচ্চতায় উঠে যেতে পারে। ইতোমধ্যে ইশিকাওয়া জেলার ওয়াজিমা শহরের উপকূলীয় অঞ্চলে ৩ ফুট উঁচু জলোচ্ছ্বাস পরিলক্ষিত হয়েছে।

উপকূলীয় এলাকা থেকে অধিবাসীদের সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।