বুধবার, ০৫ জুন ২০২৪ , ০৮:৪৮ এএম
ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের বুথফেরত জরিপ না মিলায় এক টেলিভিশন অনুষ্ঠানে কাঁদতে দেখা গেছে ভারতীয় জরিপকারী প্রতিষ্ঠান অ্যাক্সিস মাই ইন্ডিয়ার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ গুপ্তাকে। তার প্রতিষ্ঠানের করা বুথফেরত জরিপে ইঙ্গিত দেওয়া হয়েছিল, বিজেপি আবারও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে। কিন্তু ভোটের ফলে দেখা যাচ্ছে, বিজেপি এবার একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না।
গোটা দেশজুড়েই মঙ্গলবার সকাল ৮টা থেকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয় লোকসভা নির্বাচনের গণনা। কিন্তু গণনা শুরুর পর শাসক জোট এনডিএকে জোর টক্কর দিল ইন্ডিয়া জোট। উত্তরপ্রদেশের যে বারানসি কেন্দ্রে বিজেপির প্রার্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জিতেছেন, সেখানেও গতবারের চেয়ে জয়ের ব্যবধান অনেক কম। কংগ্রেস প্রার্থী অজয় রাইকে মাত্র দেড় লাখ ভোটে হারিয়েছেন মোদি।
মহারাষ্ট্রেও একই অবস্থা। এনসিপি (শারদ পাওয়ার গোষ্ঠী) ও শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) সঙ্গ ত্যাগ করে শিবসেনার (একনাথ শিন্ডে গোষ্ঠী) সঙ্গে জোট করে লড়াই করেছিল। কিন্তু সেখানেও উদ্যোগ ঠাকরে ও শারদ পাওয়ারের দল প্রতিপক্ষের থেকে ভালো ফল করেছে। রাজস্থান, হরিয়ানা, ঝাড়খন্ড, বিহারের মতো ভারতের হিন্দি বলের রাজ্যগুলিতে খুব ভালো ফল করেছে ইন্ডিয়া জোটের প্রার্থীরা।
এদিকে, নির্বাচনের ফলাফল সরাসরি সম্প্রচার নিয়ে ইন্ডিয়া টুডের এক অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রদীপ গুপ্তাকে। সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানের একপর্যায়ে তিনি কান্না শুরু করেন। এ সময় অনুষ্ঠানের উপস্থাপককে তাকে সান্ত্বনা দিতে দেখা যায়। এ ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় ছড়িয়ে পড়েছে।
ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথফেরত জরিপে বলা হয়েছিল, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এবার ৩৬১ থেকে ৪০১ আসনে জয়ী হতে চলেছে। আর কংগ্রেস নেতৃত্বাধীন জোট ‘ইন্ডিয়া’ পেতে পারে ১৩১ থেকে ১৬৬ আসন। এ ছাড়া অন্যান্য দল পাবে ৮ থেকে ২০টি আসন।
ভারতের নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ ফলাফল অনুযায়ী, এনডিএ জোট ২৯৩ আসনে এগিয়ে রয়েছে। এ ছাড়া ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে রয়েছে ২৩২ আসনে। অন্যান্য দল ১৮টি আসনে এগিয়ে।
ভোটগণনা শুরুর আগে সোমবার প্রদীপ গুপ্তা বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘টানা ১০ বছর ধরে বুথফেরত জরিপ করছে অ্যাক্সিস মাই ইন্ডিয়া। আমরা ৬৯টি নির্বাচন নিয়ে বুথফেরত জরিপ করেছি। এর মধ্যে দুটি লোকসভা নির্বাচন রয়েছে। এর মধ্যে ৬৫ বার আমাদের পূর্বাভাস সঠিক হয়েছে। যারা বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের বলব, একবার আমাদের অতীত ইতিহাস দেখুন।’
তবে শুধু ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া নয়, প্রায় সব বুথফেরত জরিপের পূর্বাভাস ছিল আবারও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে এনডিএ। বিজেপিও একক সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে।