images

আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্র

ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে যা লিখলেন ট্রুডো

বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪ , ০৫:১৮ এএম

ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

বুধবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি এই অভিনন্দন জানান। 

ট্রুডো বলেন, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে বন্ধুত্ব রয়েছে, সেটি অন্যদের জন্য রীতিমত ঈর্ষণীয়। আমি জানি যে, আমাদের দুই দেশের জন্য আরও সুযোগ, সমৃদ্ধি এবং নিরাপত্তা তৈরি করতে প্রেসিডেন্ট ট্রাম্প ও আমি একসঙ্গে কাজ করবো। 

এর আগে, সদ্য অনুষ্ঠিত মার্কিন নির্বাচনে ১৩২ বছরের রেকর্ড ভেঙে ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প। আর তার কাছে পরাজিত হন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস।

সূত্র: বিবিসি

আরটিভি/আইএম