images

আন্তর্জাতিক / এশিয়া

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামির সতর্কতা জারি

সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ , ০৭:৫০ পিএম

images

শক্তিশালী ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের মিয়াজাকি। দেশটির মিয়াজাকি উপকূলের নিকটবর্তী ফিলিপাইন সাগরে স্থানীয় সময় সোমবার (১৩ জানুয়ারি) রাত ৯টা ১৯ মিনিটে এই ভূমিকম্পটি অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস ভূমিকম্পের এই মাত্রা নিশ্চিত করেছে। 

ভূপৃষ্ঠ থেকে এই ভূমিকম্পের গভীরতা ছিল ৪৯ কিলোমিটার (৩০ মাইল) এবং এটি অনেকটা এলাকাজুড়ে ব্যাপকভাবে অনুভূত হয়েছে। খবর ফক্স ওয়েদারের

এদিকে ভূমিকম্পের পর দেশটির কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেছে। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) কিউশু অঞ্চলের মিয়াজাকি প্রিফেকচারের উপকূলে এ ভূমিকম্পের পর ২০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ লক্ষ্য করা গেছে।

তবে ইউএসজিএস বলেছে, এই ভূমিকম্পের কারণে সুনামির কোনো হুমকি নেই। তবু জেএমএ জনগণকে উপকূলীয় এলাকায় পানি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। ভূমিকম্পে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।

আরটিভি/এআর-টি