images

আন্তর্জাতিক

এশিয়ার তিন দেশ সফর করবেন শি জিনপিং

শনিবার, ১২ এপ্রিল ২০২৫ , ১০:১৯ এএম

images

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য সংঘাতের মধ্যে চলতি মাসেই দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ সফর করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

শুক্রবার (১১ এপ্রিল) চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়।

বার্তাসংস্থাটি জানিয়েছে, শি জিনপিং ১৪ থেকে ১৫ এপ্রিল ভিয়েতনাম সফর করবেন এবং এরপর ১৫ থেকে ১৮ এপ্রিল মালয়েশিয়া ও কম্বোডিয়া সফর করবেন।

এর আগে, সর্বশেষ ৯ বছর আগে শি জিনপিং কম্বোডিয়া এবং ১২ বছর আগে মালয়েশিয়া সফর করেন। তবে ভিয়েতনাম সফর করেছিলেন মাত্র কয়েক মাস আগে, ২০২৩ সালের ডিসেম্বর মাসে। 

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেওয়ার পর চীনের পণ্যের ওপর ১৪৫ শতাংশ হারে শুল্ক আরোপ করা হয়েছে, যার ফলে চীন দ্রুত অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক জোরদারে কাজ শুরু করেছে, বিশেষ করে যেসব দেশ যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের শিকার হয়েছে।

কম্বোডিয়া (৪৯%), ভিয়েতনাম (৪৬%) এবং মালয়েশিয়া (২৪%)—এই তিন দেশই ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসেছে শুল্কের ভার কমানোর আশায়। কিন্তু চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েনের কারণে দ্বিপাক্ষিক আলোচনায় চীন কিছুটা বিচ্ছিন্ন।

এ অবস্থায় শি জিনপিংয়ের এই তিন দেশের সফরকে একটি ব্যতিক্রমধর্মী কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

আরটিভি/আইএম/এস