images

আন্তর্জাতিক

অবশেষে ইরানে ভয়াবহ বিস্ফোরণের কারণ জানা গেল

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ , ০৯:৪৩ পিএম

images

ইরানের গুরুত্বপূর্ণ নগরী বন্দর আব্বাসের কাছে ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত চার জনের মৃত্যু এবং ৫০০ এর বেশি মানুষ আহত হয়েছেন।

শনিবার (২৬ এপ্রিল) রাজধানী তেহরান থেকে ১ হাজার কিলোমিটার দক্ষিণে বন্দর আব্বাসের কাছে শহীদ রাজাই বন্দরে শক্তিশালী এই বিস্ফোরণ ঘটে। 

বিস্ফোরণের পর প্রথমে ধারণা করা হয়েছিল, নাশকতার কারণে এ ঘটনা ঘটছে। পরে, দেশটির কর্তৃপক্ষ জানায়, নাশকতার আলামত পাওয়া যায়নি। দাহ্য পদার্থের কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ইরানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হোসেইন জাফারি জানান, বন্দর ও সামুদ্রিক সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট সিনা কনটেইনার ইয়ার্ডে বিস্ফোরণটি ঘটে। কনটেইনারের ভেতর থাকা রাসায়নিকের কারণে বিস্ফোরণ হয়েছে। 

দেশটির সরকারি টিভি জানিয়েছে, দাহ্য পদার্থগুলো সঠিকভাবে ব্যবস্থাপনা না করায় এ দুর্ঘটনা ঘটেছে। বন্দরের রাসায়নিকের কনটেইনারগুলো নিম্নমানের ছিল।  

এর আগে, ২০২০ সালের মে মাসে একই বন্দরে একটি বড় সাইবার হামলার ঘটনা ঘটে। ফলে সুবিধার কম্পিউটার সিস্টেম বিপর্যস্ত হয়ে কয়েক দিন ধরে পরিবহন বিশৃঙ্খলা দেখা দেয়। 

উল্লেখ্য, শহীদ রেজাই বন্দর মূলত কন্টেইনার ও তেলের ট্যাংক ওঠানো-নামানোর কাজ করে। এখানে কিছু পেট্রোকেমিক্যাল স্থাপনাও রয়েছে। সূত্র: স্কাই নিউজ, আল-জাজিরা

আরটিভি/আরএ