images

জাতীয় / আন্তর্জাতিক / ভারত

চালককে খুন করে স্কুলবাস থেকে শিক্ষার্থী অপহরণ

বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০১৮ , ০৩:৩৭ পিএম

images

দিনে-দুপুরে একটি স্কুলবাস থেকে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে ভারতের পূর্ব দিল্লির দিলশাদ গার্ডেনের কাছে ওই ঘটনা ঘটে। খবর এনডিটিভি।

পুলিশ জানিয়েছে, ২৫ জন শিক্ষার্থীকে নিয়ে স্কুলে যাচ্ছিল বাসটি। মাঝপথে তাদের রাস্তা আটকায় দুই মোটরবাইক আরোহী। ভ্যানে উঠে প্রথমে চালককে গুলি করে তারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের। পরে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে তুলে নিয়ে যায় তারা।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বাইকে করে এসেছিল ওই অপহরণকারীরা। তাদের হাতে অস্ত্র ছিল। স্কুলভ্যান থামিয়ে চালককে গুলি করে তারা। তারপর একটি ছাত্রকে বাইকে তুলে নিয়ে পালিয়ে যায়।

উল্লেখ্য, বুধবার দিল্লির কাছাকাছি গোরগাওয়ে পদ্মাবত সিনেমাকে কেন্দ্র করে বিক্ষোভে অংশ নেয়া এক বিক্ষোভকারী একটি স্কুলবাসে হামলা চালায়। প্রায় ৬০ জনের মতো হামলাকারী ওই বাসটিতে পাথর ছুড়ে মারে। বৃহস্পতিবার নিরাপত্তার শঙ্কায় দিল্লির কাছাকাছি বেশ কিছু স্কুল বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন

এপি/জেএইচ