images

আন্তর্জাতিক / ধর্ম

হজে গিয়ে সন্তান জন্ম দিলেন এক নারী

শনিবার, ০৭ জুন ২০২৫ , ০৭:২৫ পিএম

images

চলতি বছরে হজে গিয়ে সন্তান জন্ম দিলেন এক তোগোলিজ নারী। পবিত্র আরাফাতে সন্তান জন্ম দিয়েছেন সেই নারী। বৃহস্পতিবার (৫ জুন) এই ঘটনা ঘটেছে। যা এই হজ মৌসুমে প্রথম ঘটনা। মা ও শিশু দুজনেই সুস্থ আছেন বলে জানানো হয়েছে।  

একটি বিশেষায়িত চিকিৎসা দলের তত্ত্বাবধানে জন্মদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যারা মা ও নবজাতকের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করেছেন।

ওই নারী ছিলেন ১০০টি দেশের দুই হাজার ৪৪৩ জন হজযাত্রীর মধ্যে একজন, যারা হজ, ওমরাহ ও জিয়ারতের বিশেষ কর্মসূচির আওতায় হজ পালন করছেন। এই কর্মসূচি পরিচালনা করছে সৌদি ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয়।

চলতি বছর হজ পালনের জন্য ১৫ লাখের বেশি আন্তর্জাতিক হজযাত্রী সৌদি আরবে গেছেন। বুধবার (৪ জুন) এ তথ্য জানিয়েছেন দেশটির হজ মন্ত্রণালয়ের মুখপাত্র ঘাসসান আল-নুয়াইমি। তবে এবার সৌদির স্থানীয় হজযাত্রীর সংখ্যা কতজন, তা জানানো হয়নি। 

ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম হচ্ছে হজ। যা শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলিমের জীবনে একবার পালন করা ফরজ। এতে রয়েছে ধারাবাহিকভাবে নির্ধারিত কিছু ইবাদত ও আনুষ্ঠানিকতা। যা মক্কা ও পার্শ্ববর্তী স্থানে সম্পন্ন করতে হয়।

গত বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ১৬ লাখ ১১ হাজার ৩১০ জন হজযাত্রী হজ করতে সৌদি আরবে গিয়েছিলেন।

সূত্র: গাল্ফ নিউজ

আরটিভি/এসকে/এআর