images

আন্তর্জাতিক

মদপানে বাধা দেওয়ায় ২ পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

রোববার, ০৮ জুন ২০২৫ , ০৭:০২ পিএম

images

শনিবার (৭ জুন)  স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোডে ফুটপাতবাসীদের মধ্যে কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর চড়াও হয় বলে খবরে এসেছে। এতে নর্থ পোর্ট থানার এএসআই পার্থ চন্দ এবং কনস্টেবল সুখেন্দু মাঝি গুরুতর জখম হন। পরে তাদেরকে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, কলাকাতায় ফুটপাতে বসে মদপান করতে বাধা দেয়ায় ২ পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করা হয়। শনিবার রাত সাড়ে ৮টার দিকে স্ট্র্যান্ড রোডে ফুটপাতে বসে মদপান করছিলেন এক যুবক। এ সময় সেখানে গিয়ে দুই পুলিশ সদস্য ওই যুবককে ফুটপাতে বসে মদপান করতে নিষেধ করেন।

পুলিশ জানিয়েছে, এই ঘটনার পর এএসআই পার্থ চন্দ এবং কনস্টেবল সুখেন্দু মাঝি থানায় আসেন। পরে ডিউটি শেষে থানা থেকে বের হতেই আচমকা তাদের ওপর হামলা চালান ওই যুবক। 

পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত যুবকের নাম সুলতান। ঘটনার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। আহত দুই পুলিশ সদস্য কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন র‍য়েছেন। 

আরটিভি/এসকে