images

আন্তর্জাতিক

ইসরায়েলি নারী পাইলটকে ধরে ফেলেছে ইরান!

শনিবার, ১৪ জুন ২০২৫ , ১২:৪৪ পিএম

images

ইসরায়েলের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান। এরমধ্যে একটি বিমানের নারী পাইলটকে আটকের দাবি তেহরানের। 

ইরানের ইসলামি রেভ্যলুশনারি গার্ড পরিচালিত সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এ দাবি করা হয়। 

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইসরায়েলের দুটি এফ-৩৫ যুদ্ধবিমান এবং বিপুল সংখ্যক ক্ষুদ্র ড্রোন (মাইক্রো এয়ার ভেহিকল) ভূপাতিত করেছে বিমান প্রতিরক্ষা বাহিনী।

যদিও, ইসরায়েলি সামরিক মুখপাত্র এই খবরটি অস্বীকার করে জানান, ইরানি গণমাধ্যমের তথ্য ভুয়া। এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব ছাড়া কিছু নয়।  

গত ১২ জুন দিনগত রাত হঠাৎ ইরানে হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা।

হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার হোসেইন সালামি, খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের কমান্ডার ও বিপ্লবী রক্ষীবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল গোলাম আলি রশিদ ও ৬ জন পরমাণু বিজ্ঞানীসহ অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে। হামলা এখনও অব্যাহত রেখেছে ইসরায়েল।

ইসরায়েলের হামলার পর পাল্টা প্রতিশোধ হিসেবে শুক্রবার রাতে ‘অপারেশন ট্রু প্রমিস-৩ নামে’ অভিযান শুরু করে ইরান। অন্তত কয়েকশ মিসাইল নিক্ষেপ করা হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং অন্তত চারজনের মৃত্যু হয়েছে। মিসাইল হামলা শুরু হতেই নিজের নিরাপত্তা বাহিনীর প্রধান ও উচ্চপদস্থ মন্ত্রীদের সঙ্গে নিয়ে মাটির নিচে বাংকারে আশ্রয় নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

আরটিভি/আরএ/এস