images

আন্তর্জাতিক

হামলার ভয়ে আকাশসীমা বন্ধ করল ইসরায়েল

শনিবার, ১৪ জুন ২০২৫ , ০৩:০৬ পিএম

images

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আকাশসীমা বন্ধ থাকবে বলে জানিয়েছে ইসরায়েল। 

শনিবার (১৪ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। 

ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দেশের আকাশসীমা ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ’ থাকবে। একইসঙ্গে দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ‘বেন গুরিয়ন’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। 

মন্ত্রণালয় আরও জানায়, ভ্রমণ করতে ইচ্ছুক যাত্রীরা আকাশসীমা পুনরায় চালু হওয়ার কমপক্ষে ৬ ঘণ্টা আগে মিডিয়াতে জানতে পারবেন। 

এর আগে, গত ১২ জুন দিনগত রাত হঠাৎ ইরানে বিমান হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা।

হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার হোসেইন সালামি, খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের কমান্ডার ও বিপ্লবী রক্ষীবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল গোলাম আলি রশিদ ও ৬ জন পরমাণু বিজ্ঞানীসহ অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে।

নেতানিয়াহু বাহিনীর হামলার পর পাল্টা প্রতিশোধ হিসেবে শুক্রবার রাতে ‘অপারেশন ট্রু প্রমিস-৩ নামে’ অভিযান শুরু করে ইরান। অন্তত কয়েক শ’ মিসাইল নিক্ষেপ করা হয়েছে। এতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি এবং অন্তত চারজনের মৃত্যু হয়। 

ইরানের মিসাইল হামলা শুরু হতেই নিজের নিরাপত্তা বাহিনীর প্রধান ও উচ্চপদস্থ মন্ত্রীদের সঙ্গে নিয়ে মাটির নিচে বাংকারে আশ্রয় নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

আরটিভি/আরএ/এস