images

আন্তর্জাতিক

এবার আরেক দেশ থেকে ইসরায়েলে হামলা

রোববার, ১৫ জুন ২০২৫ , ১১:৪২ এএম

images

ইসরায়েলে শনিবার মধ্যরাত থেকে আজ রোববার ভোর পর্যন্ত একের পর এক হামলা হয়েছে। বোমা হামলা থেকে বাঁচতে ইসরায়েলি নাগরিকদের নিরাপদ আশ্রয়কেন্দ্রগুলোর দিকে ছুটতে হয়েছে। ইসরায়েল বলছে, এবার এসব ক্ষেপণাস্ত্র শুধু ইরান থেকেই যে আসছে তা নয়, ইয়েমেন থেকে হুতিরাও একেরপর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে।

সম্প্রতি এ নিয়ে দ্বিতীয়বারের মতো ইসরায়েলে হামলা চালিয়েছেন হুতিরা। এর আগে, তারা গত মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিলেন। এর জবাবে হুতিদের নিয়ন্ত্রণাধীন হোদেইদা বন্দরে বোমা হামলা চালায় ইসরায়েল।

হুতিরা বলছেন, তাদের এই হামলা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে চালানো হচ্ছে, বিশেষ করে গাজায় চলমান যুদ্ধ শুরুর পর। মার্চ মাসে ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির সময় হুথিরা তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ রেখেছিল। কিন্তু যুদ্ধবিরতি ভাঙার সঙ্গে সঙ্গেই তারা আবার আক্রমণ শুরু করে।

ইসরায়েলে এখন কঠোর সামরিক সেন্সরশিপ কার্যকর, যার ফলে সামরিক স্থাপনায় হামলার তথ্য প্রকাশ করা হয় না। ফলে শুধু বেসামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে বা আয়রন ডোম প্রতিরক্ষা ব্যর্থ হলে তা জনসমক্ষে আসে।

গত কয়েক দিনের হামলায় তেল আবিব ও হাইফার মতো প্রধান শহরে ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এর ফলে অঞ্চলজুড়ে নিরাপত্তা, কৌশলগত স্থিতিশীলতা ও যুদ্ধের পরিধি নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।

আরটিভি/এআর/এস