images

আন্তর্জাতিক / মধ্যপ্রাচ্য

ইরানের সঙ্গে ‘দীর্ঘ যুদ্ধের’ প্রস্তুতি নিতে হবে: ইসরায়েলি সেনাপ্রধান

শনিবার, ২১ জুন ২০২৫ , ০২:৪৮ এএম

images

ইরানের সঙ্গে ‘দীর্ঘ যুদ্ধের’ প্রস্তুতি নিতে হবে বলে ইসরায়েলের সাধারণ জনগণের উদ্দেশ্যে পরিষ্কার বার্তা দিয়েছেন দেশটির সেনাপ্রধান ইয়াল জামির।

শুক্রবার (২০ জুন) এক ভিডিও বার্তায় এ কথা জানান তিনি। খবর টাইমস অব ইসরায়েলের। 

ইয়াল জামির বলেন, ইসরায়েলকে ধ্বংস করতে ইরান দীর্ঘসময় ধরে পরিকল্পনা সাজাচ্ছে। গত কয়েকমাসে পরিকল্পনাটি এমন জায়গায় পৌঁছায়, যেখান থেকে ফেরার সুযোগ ছিল না। তাদের সক্ষমতা হামলা চালানোর সক্ষমতায় পৌঁছেছিল।

তিনি বলেন, আমরা ইরানে হামলা শুরু করেছি যখন তাদের কাছে ২ হাজার ৫০০টি সারফেস টু সারফেস মিসাইল ছিল। হামলা না করলে উচ্চ উৎপাদন ক্ষমতার কারণে দুই বছরের মধ্যে তাদের কাছে ৮ হাজার মিসাইল থাকত।

ইয়ার জামির দাবি করেন, ইরান তাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠছিল। কিন্তু ইরান যেন তাদের ধ্বংস করতে না পারে সেজন্য তারা আগেই হামলা চালিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান সাধারণ ইসরায়েলিদের বলেন, ইরানের সক্ষমতা ধ্বংস করতে তাদের দীর্ঘ সময় লাগতে পারে। এজন্য তারা যেন সেভাবে প্রস্তুতি নেন। 

এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন, যুদ্ধ শেষে ইসরায়েলই জয়ী হবে।

আরটিভি/এমকে