images

আন্তর্জাতিক

রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ , ১০:৫১ এএম

images

আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হতে পারে। 

আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থা এক বিবৃতিতে বলা হয়েছে, হিজরি ১৪৪৭ সনের শাবান মাসের ২৯ তারিখ সূর্যাস্তের সময় চাঁদ দেখা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। খবর গালফ নিউজের।

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ওই দিন চাঁদ দৃষ্টিগোচর হলে পরদিন থেকেই রমজান শুরু হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেশের ধর্মীয় কর্তৃপক্ষ চাঁদ দেখার মাধ্যমে ঘোষণা করবে।

শেষ পর্যন্ত রমজান শুরুর তারিখ দেশে দেশে কিছুটা ভিন্ন হতে পারে, স্থানীয় চাঁদ দেখার পদ্ধতির ওপর নির্ভর করে।

রমজান হল ইসলামি হিজরি বর্ষপঞ্জির নবম মাস। এটি মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র সময় হিসেবে বিবেচিত হয়।

ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালনের মাধ্যমে, প্রার্থনা করা, সঠিক চিন্তাভাবনা এবং সম্প্রদায়ের সমাবেশের মাধ্যমে পালিত হয়। পবিত্র রমজান মাসে কোরআন মাজিদ নাজিল হওয়ায় এ মাসের গুরুত্ব অনেক বেশি।

রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ‘লাইলাতুল কদর’ বা কদরের রাত। বিশ্বাস করা হয়, এ রাত হাজার মাসের চেয়েও উত্তম।

এই রাতে ইবাদতের মাধ্যমে ক্ষমা ও কল্যাণ লাভের আশা করে মুসলমানরা গভীর রাতে নামাজ, কোরআন তিলাওয়াত ও দোয়া-ইস্তেগফারে মগ্ন থাকেন।

আরটিভি/একে/এআর