images

আন্তর্জাতিক

বিশ্ববাজারে কমলো সোনার দাম

বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ , ১২:৪০ পিএম

images

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণার পর বিশ্ববাজারে সোনার দাম কমেছে। সাধারণত এ ধরনের অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে সোনার দাম বেড়ে যায়। কিন্তু ১২ দিনের এই যুদ্ধের সময় সোনার দাম তেমন একটা বাড়েনি।

মঙ্গলবার (২৪ জুন) স্পট গোল্ডের দাম দেড় শতাংশ কমে দাঁড়ায় তিন হাজার তিশ ১৬ ডলারে।

এর আগে, এক পর্যায়ে এটি সর্বোচ্চ দুই শতাংশ পর্যন্ত কমে গিয়েছিলো। ফলে ৯ জুনের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায় দাম।

যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম ১ দশমিক ৮ শতাংশ কমে দাঁড়ায় ৩ হাজার তিনশ’ ৩৩ ডলারে।

বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমা-ই স্বর্ণের এই দরপতনের কারণ। লাভের আশায় নিরাপদ সম্পদ ছেড়ে এখন বিনিয়োগকারীরা ঝুকিপূর্ণ বিনিয়োগের দিকে ঝুঁকতে শুরু করেছে।

আরটিভি/একে/এআর