images

জাতীয় / আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো পাপুয়া নিউগিনি

শুক্রবার, ৩০ মার্চ ২০১৮ , ১০:৩৫ এএম

images

৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফ্রিকার দেশ পাপুয়া নিউগিনি উপকূলের নিউ ব্রিটেন আইসল্যান্ড। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে এমন তথ্য জানায়। স্থানীয় সময় ৩০ মার্চ শুক্রবার (গ্রিনিচ মান সময় অনুযায়ী বৃহস্পতিবার রাত সাড়ে এগারটা) ওই ভূকম্পন অনুভূত হয়। উপকূলীয় কিছু এলাকায় সুনামি সতর্কতাও জারি করা হয়েছে। খবর বিবিসি।

ভূমিকম্পটি রাবাউল শহর থেকে ১৬২ কিলোমিটার দূরের নিউ ব্রিটেন আইল্যান্ডে আঘাত হানে৷ এর গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬ মাইল)।

ভূমিকম্প অনুভূত হওয়া ওই দ্বীপে প্রায় ২০,০০০ মানুষ বসবাস করেন৷

প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

--------------------------------------------------------
আরও পড়ুন: এবার যুক্তরাষ্ট্রের ৬০ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া
--------------------------------------------------------

প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার থেকে জানান হয়, এই ভূমিকম্প থেকে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই৷

রাবাউল হোটেলের রিসিপশনিস্ট ডেলি মিনডিং রয়টার্সকে বলেন, ভূমিকম্প টের পেয়ে অনেকেই হোটেল থেকে দৌড়ে বেরিয়ে আসে, কিন্তু কোনো ধরণের ক্ষয়ক্ষতি হয়নি। উপকূলের র‌্যাপোপো প্ল্যানট্যাশন রিসোর্টের রিসিপশনিস্ট মে ডোভোনও জানান, তিনি কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাননি।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি দেশটিতে আঘাত হানা ৭.৫ মাত্রার ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এখনও মোকাবেলা করছে দেশটি।  সেই ভূমিকম্পে কমপক্ষে ১০০ জন নিহত হয় এঙ্গা প্রদেশে।  সেখানে বড় আকারের ভূমিধ্বসে চাপা পড়ে কয়েকটি গ্রাম। সবচেয়ে ক্ষতিগ্রস্থ প্রান্তিক এলাকাগুলোর ক্ষয়ক্ষতির খবর পেতেও কয়েক সপ্তাহ পেরিয়ে যায়।

আরও পড়ুন:

এপি/জেএইচ