images

জাতীয় / আন্তর্জাতিক / ইউরোপ / যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইইউর শুল্ক চালু শুক্রবার

বুধবার, ২০ জুন ২০১৮ , ১০:৫৯ পিএম

images

আগামী (২২ জুন) শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা রপ্তানি শুল্ক চালু করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বুধবার এমনটা জানালেন ইউরোপীয় ইউনিয়নের এক শীর্ষ কর্মকর্তা। খবর বিবিসি।

চলতি মাসের শুরুর দিকে কানাডা, মেক্সিকো এবং ইইউ থেকে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার এর পাল্টা পদক্ষেপ নিলো ইউরোপীয় ইউনিয়ন।

ইইউ-এর বাণিজ্য বিষয়ক কমিশনার সেসিলিয়া ম্যালস্ট্রম বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে রপ্তানি করা ব্লু জিনস, মোটরসাইকেল ও বারবন হুইস্কি এ শুল্কের আওতায় পড়বে।

তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন এমন পদক্ষেপ নিতে চায়নি। কিন্তু ইইউ দেশগুলোর ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর যুক্তরাষ্ট্রের একতরফা, অন্যায় সিদ্ধান্তের কারণে আমাদের এছাড়া আর কোনও উপায় ছিল না।

উল্লেখ্য, ব্রাসেলস গত মার্চেই শুল্ক আরোপের জন্য মার্কিন পণ্যের তালিকা দিয়েছিল। ওই সময় ট্রাম্প প্রাথমিকভাবে কানাডা, মেক্সিকো ও ঘনিষ্ঠ কয়েকটি মিত্রদেশ থেকে আমদানি করা ইস্পাতের ওপর ২৫ শতাংশ শুল্ক এবং অ্যালুমিনিয়ামের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন।

এপি/পি