শনিবার, ২৩ জুলাই ২০১৬ , ১১:১৭ এএম
যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন তার রানিংমেট (ভাইস প্রেসিডেন্ট) হিসেবে বেছে নিয়েছেন ভার্জিনিয়ার সিনেটর টিম কেইনকে।
ডেমোক্রেট দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন এক টুইট বার্তায় তার সমর্থকদের এই তথ্য জানান। শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে তার রানিং মেট হিসেবে কেইনের নাম ঘোষণা করবেন।
ক্লিনটন তার টুইট বার্তায় জানান, ‘রানিংমেট হিসেবে যার নাম ঘোষণা করছি তাতে আমি উদ্বেলিত। টিম কেইন, যিনি অন্যদের জন্য নিজের জীবন নিয়োজিত করেছেন।’
এই ঘোষণার পরে টিম কেইন টুইটে জানান, ‘হিলারির সাথে কথা হল। তার রানিংমেট হতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’
৫৮ বছর বয়সী টিম কেইন এর আগে ভার্জিনিয়ার গভর্নর এর দায়িত্ব পালন করেছেন। গর্ভপাত বিরোধী এবং মুক্ত বাণিজ্যে বিশ্বাসী টিম কেইন গভর্নর হিসেবে ব্যাপক জনপ্রিয়।